Make Android App Without Coding

আপনার চ্যানেলের জন্য কোনরকম কোডিং দক্ষতা ছাড়াই একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে পারেন অ্যাপ inventor প্লাটফর্ম গুলো থেকে ।

Make Android App Without Coding

Who is best app inventor platform for make app.

সবথেকে ভালো প্লাটফর্ম কোনরকম কোডিং দক্ষতা ছাড়া অ্যাপ তৈরি করার জন্য তার নাম হলো Kodular । এই ওয়েবসাইটটি খোঁজার জন্য গুগলে গিয়ে সার্চ করবেন builder.kodular । গুগলে যদি এই ওয়েব সাইটটি খুঁজে পেতে সমস্যা হয় । তাহলে এই ওয়েবসাইটের লিংকটি নিচে দেওয়া আছে আপনি চাইলে । এখানে ক্লিক করে ওই ওয়েবসাইট টি ওপেন করে নিতে পারেন ।

What need to do In builder.kodular platform

এই ওয়েব সাইটটি ওপেন করা পর আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নিতে হবে । তারপর ওই ওয়েবসাইটের terms and condition accept করে next করবেন । এই কাজ দুটি সম্পন্ন করার পর builder.kodular এর ড্যাশবোর্ড টি আপনার সামনে খুলে যাবে ।

First step for make Android app

তারপর আপনার চ্যানেলের জন্য অ্যাপ তৈরি করার জন্য নিউ প্রজেক্ট অপশন এ ক্লিক করুন । তারপর যে অ্যাপটি তৈরি করতে চাচ্ছেন তার একটি নাম দিন (উদাহরণ:- My_App) এইভাবে প্রজেক্ট এর নাম দিতে পারেন এবং ক্রিয়েট অপশনে ক্লিক করুন । 

How to add package name ?

এই কাজটি করার পরে আপনার এ্যাপের একটি প্যাকেজ নাম দিতে হবে । তার জন্য প্যাকেজ নেম বক্সে ক্লিক করুন এবং আপনার মন পছন্দ একটি প্যাকেজ নেম দিন । ( প্যাকেজ নেম কিভাবে দেবেন উদাহরণ :- com.exmpale.name ) তারপর নেক্সট এ ক্লিক করুন ।

 এই কাজ গুলো সম্পন্ন করার পরে আপনার সামনে নতুন একটি উইন্ডো খুলে যাবে । সেই উইন্ডোটির মধ্যে একটি ভার্চুয়াল ফোনের স্ক্রিন দেখতে পাবেন এবং ডান ও বাঁদিকে কিছু অপশন আছে যেগুলো থেকে আপনি আপনার  অ্যাপটিকে সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন ।

What need to do after complete design part.

আপনার অ্যাপটি আপনার পছন্দ মতন ডিজাইন করা হয়ে গেলে তারপরে ডান দিকে উপরে ব্লক বলে একটি অপশন পাবেন । ওই অপশন এ ক্লিক করার পরে যে পেজ বা উইন্ডোটি পাবেন । ওই উইন্ডোতে আপনার কোডিং এর কাজ করতে হবে । এই কোডিং করা খুব একটা কঠিন কাজ না শুধু ড্রাগ এন্ড ড্রপ ।

Example for blocks part.

মনে করুন আপনার অ্যাপটি ডিজাইন করার জন্য আপনি একটি বাটন নিয়েছেন এবং একটি কানেক্টিভিটি অপশন থেকে অ্যাক্টিভিটি স্টার্টার নিয়েছেন । এবার আপনি চাচ্ছেন আপনার অ্যাপের মধ্যে ইউজার যখন কোন একটি বাটন এ ক্লিক করবে। তখন কোন একটি অ্যাক্টিভিটি করাতে । এজন্য আপনার  ফাংশনে কাজ করতে হবে ।

Example for button and activity starter blocks.

অ্যাপটি ডিজাইন করার সময় যে বাটন এবং অ্যাক্টিভিটি স্টার্টার নিয়েছিলেন । সেগুলো বাঁদিকে মাঝখান টার দিকে পেয়ে যাবেন ।  এবার আপনার নেয়া বাটনে ক্লিক করলে বাটনের ফাংশনগুলো পেয়ে যাবেন এবং অ্যাক্টিভিটি স্টার্টার এ ক্লিক করলে অ্যাক্টিভিটি ফাংশনগুলো পেয়ে যাবেন । এবার ব্লক এ কাজ কিভাবে করবেন উদাহরণস্বরূপ নিচে Block Function দেয়া হল ।

এরপরেও আপনার যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আপনি নিচে দেয়া ভিডিওটি দেখতে পারেন ভিডিওটি বাংলা ভাষায় আছে ।  আশাকরি ভিডিওটি ভালোভাবে দেখার পর আপনার কোন সমস্যা হবেনা কোন কোডিং ছাড়া অ্যাপ তৈরি করতে ।

Post a Comment

0 Comments